আজকের শিরোনাম :

জাতিসংঘে যেতে রুহানিকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ১০:১০

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং দেশটির অন্য কর্মকর্তাদের জাতিসংঘে যোগ দেয়ার জন্য ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের এক কর্মকর্তা বৃহস্পতিবার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সির প্রতিবেদনে বলা হয়, রুহানি ভিসা পেয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আলিরেজা মিরইউসেফি। ফলে সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে আর কোনও বাধা রইলো না ইরানের।

মিরইউসেফি বলেন, পরবর্তী সপ্তাহে বৈঠকে যোগ দিতে প্রেসিডেন্ট রুহানি এবং পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের ভিসা দিয়েছে ওয়াশিংটন। আনাদুলো এজেন্সিকে এক ইমেইলে তিনি লিখেছেন- হ্যাঁ, তারা (ভিসা) দিয়েছে।

বুধবার সকালে জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তৃতা দেয়ার কথা রয়েছে রুহানির। ওইদিন বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, বাদশাহ ও শীর্ষ নেতারা বক্তব্য দেবেন এবং পরস্পরের সঙ্গে মিলিত হবেন।

প্রসঙ্গত, ইরান জাতিসংঘে যাবে কিনা তা নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত সংশয় ছিল। কারণ তখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের কারোরই ভিসা ইস্যু করা হয়নি বলে দাবি করেছিল তেহরান। অবশেষে সেই সমস্যার সমাধান হলো।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ