আজকের শিরোনাম :

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের গুলিতে মার্কিন ড্রোন ভূপাতিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০১৯, ১৫:৩৪

ইয়েমেনে হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি এমকিউ-নাইন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার রয়টার্স জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত রাজধানী সানার দক্ষিণ-পূর্বে ধামার প্রদেশে ওই ড্রোন ভূপাতিত হয়।

এর আগে হুতি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছিলেন, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী একটি মার্কিন ড্রোনকে গুলি করে নামিয়েছে।

নিজেদের তৈরি রকেট দিয়ে মার্কিন ড্রোনটি ভূপাতিত করা হয়েছে বলে জানান হুতি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। 

ইয়েমেনে এর আগে গত জুনেও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছিল হুতি বিদ্রোহীরা।

পরে পরিচয় প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাতে গুলিতে ড্রোনটি ভূপাতিত হয়েছে। ভূপাতিত ড্রোনটি অস্ত্রসজ্জিত ছিল এবং হুতিদের সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে সেটি ভূপাতিত হয়েছে বলে তারা ধারণা করছেন।

এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তাদের একটি ড্রোনের ওপর হামলা হয়েছে এমন প্রতিবেদন তদন্ত করে দেখছে তারা। 

হোয়াইট হাউস জানিয়েছে, বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ