আজকের শিরোনাম :

বিশ্বের শীর্ষ র‍্যাংকিংয়ে ইরানের ২০ বিশ্ববিদ্যালয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০১৯, ০০:৩৬

বিশ্ব র‍্যাংকিংয়ে শীর্ষ ২,০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ইরানের ২০টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভারসিটি র‍্যাংকিং বা সিডাব্লিউইউআর আজ (সোমবার) নতুন এ র‍্যাংকিং ঘোষণা করেছে।

২০১২ সালে কর্মকাণ্ড শুরু করা সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভারসিটি র‍্যাংকিং সাতটি সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিং ঠিক করে। এগুলো হলো- শিক্ষার মান, গ্রাজুয়েট রিক্রুটমেন্ট, ফ্যাকাল্টি সদস্যদের মান, গবেষণার ফলাফল, উচ্চমানের প্রকাশনা, প্রভাব ও উদ্ধৃতি। এসব সূচক অনুসারে ১৮ হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে এই ২,০০০ বিশ্ববিদ্যালয় শীর্ষ র‍্যাংকিংয়ে স্থান পেয়েছে। র‍্যাংকিংয়ে পুরো ১০০ পেয়ন্ট পেয়ে সবার শীর্ষে রয়েছে আমেরিকার হার্ভার্ড ইউনিভারসিটি।       

ইরানের যেসব বিশ্ববিদ্যালয় শীর্ষ র‍্যাংকিংয়ে রয়েছে তার মধ্যে ইসলামি আযাদ ইউনিভারসিটি রয়েছে এক নম্বরে। এ বিশ্ববিদ্যালয় ১০০ পয়েন্টের মধ্যে ৭৪.৬ পয়েন্ট পেয়ে বিশ্ব তালিকার ৪৬৪ নম্বরে অবস্থান করছে। ৭৩.৮ পয়েন্ট নিয়ে তেহরান বিশ্ববিদ্যালয় ইরানের দ্বিতীয় শীর্ষ বিশ্ববিদ্যালয় হয়েছে। বিশ্ব তালিকায় এর অবস্থান ৫৩৭। ইরানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে তেহরান ইউনিভারসিটি অব মেডিক্যাল সায়েন্স যার মোট পয়েন্ট ৭৩.৪ এবং বিশ্ব তালিকায় এর অবস্থান ৫৭৮।  

শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে বিশ্ব তালিকার ৬১৫ নম্বরে যা ৭৩.১ পয়েন্ট নিয়ে ইরানের চতুর্থ শীর্ষ বিশ্ববিদ্যালয় হয়েছে। ৭২ পয়েন্ট পেয়ে ইস্ফাহান ইন্ডাস্ট্রিয়াল ইউনিভারসিটি ইরানের ৫ম শীর্ষ বিশ্বিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে। বিশ্ব তালিকায় এর অবস্থান ৭৪৮।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ