সংঘাতে জড়ালে শত্রুরা চরমভাবে অনুতপ্ত হবে: আইআরজিসি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৯, ০০:১৮

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির উপ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি বলেছেন, তার দেশের সঙ্গে শত্রুরা কোনো রকমের সংঘাতে জড়ালে চরমভাবে অনুতপ্ত হবে। তিনি বলেন, শত্রুদের অতীত থেকে শিক্ষা নেয়া উচিত।

জেনারেল আলী ফাদাভি বলেন, “গত ৪০ বছর ধরে শত্রুরা ইরানকে পরীক্ষা করে আসছে এবং সেসব ঘটনা থেকে তাদের শিক্ষা নেয়া উচিত ছিল। আমরা শত্রুদেরকে পরামর্শ দেব যে, ইরানে  হামলা করা তো দূরের কথা, তারা যেন ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রেরও চেষ্টা না করে। এগুলো করতে গেলে তারা চরম অনুতাপের মধ্যে পড়বে।”  

ইরানের এ সামরিক কর্মকর্তা আরো বলেন, সাম্প্রতিক ঘটনাবলী থেকে হরমুজ প্রণালীতে আইআরজিসি’র প্রতিরক্ষামূলক অবস্থান আরো বেশি সাহসীপূর্ণ হয়ে উঠেছে এবং এটি বিশ্বব্যাপী সবাই জানে।”

ইরানের বিরুদ্ধে আমেরিকা যখন বাগাম্বর বাড়িয়ে দিয়েছে তখন জেনারেল আলী ফাদাভি এসব কথা বললেন। তিনি আরো বলেছেন, ইরানের জনগণ খুব শিগগিরি আরো কিছু ইতিবাচক পরিবর্তন দেখবে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ