আজকের শিরোনাম :

কাশ্মীরে শিথিল হবে কারফিউ; বিচ্ছিন্ন থাকবে ফোন ও ইন্টারনেট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০১৯, ০০:৪১

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জনসাধারণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আগামীকাল ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের পর থেকে শিথিল করা হবে। তবে টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নই থাকবে। কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকবে কারণ পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ভারত শত্রুর হাতে এ যন্ত্র তুলে দিতে পারে না। এক সপ্তাহ বা ১০ দিনে সবকিছু ঠিক হয়ে যাবে এবং ক্রমান্বয়ে সংযোগ চালু করা হবে বলে তিনি জানান।

৪ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করার ঘোষণা দেয় বিজেপি সরকার। জম্মু ও কাশ্মীর রাজ্যকে দ্বিখণ্ডিত করা হয়। জম্মু-কাশ্মীর এবং লাদাখকে দু'টি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়।

এরপর থেকেই কাশ্মীরে কঠোর কারফিউ জারি রয়েছে এবং ইন্টারনেটসহ টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রাখা হয়েছে। কাশ্মীরের শহর ও গ্রামে মোতায়েন রয়েছে হাজার হাজার সেনা। তবে কারফিউ থাকলেও সেখানে বিচ্ছিন্নভাবে বিক্ষোভের ঘটনা ঘটছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ