উত্তেজনা আর না বাড়াতে ব্রিটেনকে ইরানের হুঁশিয়ারি

প্রকাশ: ২২ জুলাই ২০১৯, ০০:৩৯

ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়িদিনেজাদ লন্ডনকে সতর্ক করে বলেছেন, উত্তেজনা বাড়ানোর যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকুন। তিনি আজ (রোববার) বলেছেন, ব্রিটেনের কিছু রাজনৈতিক শক্তি উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে।
ব্রিটিশ সরকার ইরানের সম্পদ জব্দসহ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে বলে খবর প্রকাশিত হওয়ার পর তিনি এসব মন্তব্য করলেন।
ইরানের রাষ্ট্রদূত আরও বলেছেন, ব্রিটেনের যেসব রাজনৈতিক শক্তি ট্যাংকার আটকের কারণে সৃষ্ট উত্তেজনাকে বিস্তৃত করার চেষ্টা করছে তাদেরকে নিয়ন্ত্রণে লন্ডনের পদক্ষেপ নেওয়া উচিত। বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে ওই সব রাজনৈতিক শক্তির পদক্ষেপ অত্যন্ত বিপদজনক এবং অবিবেচনাপ্রসূত হবে বলে তিনি মন্তব্য করেন।
বায়িদিনেজাদ ব্রিটেনকে সতর্ক করার পাশাপাশি ইরানের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে বলেন, তার দেশ নানা ধরণের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে।
শনিবার বৃটেনের কিছু গণমাধ্যম খবর দিয়েছে ব্রিটিশ সরকার ট্যাংকার আটকের প্রতিশোধ নিতে ইরানের বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে।
দৈনিক টেলিগ্রাফ লিখেছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ইরানের বিরুদ্ধে কিছু কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার চিন্তা করছেন। এর মধ্যে ইরানের সম্পদ জব্দের বিষয়টিও রয়েছে।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি
এই বিভাগের আরো সংবাদ