আজকের শিরোনাম :

কায়রোগামী ফ্লাইট স্থগিত করল ব্রিটিশ এয়ারওয়েজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০১৯, ১১:৪৪

যুক্তরাজ্যের এয়ারলাইন ব্রিটিশ এয়ারওয়েজ শনিবার থেকে ৭ দিনের জন্য মিসরের কায়রোগামী ফ্লাইটগুলো স্থগিত করেছে।

এদিকে জার্মানির এয়ারলাইন লুফথানসা দেশটির মিউনিখ ও ফ্রাঙ্কফুর্ট থেকে কায়রোগামী শনিবারের ফ্লাইটগুলো বাতিল করেছে।

তবে এই দুই এয়ারলাইন ফ্লাইট স্থগিতের বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি। খবর সংবাদ সংস্থা রয়টার্সের।

ব্রিটিশ এয়ারওয়েজ এক বিবৃতিতে জানায়, আমরা প্রতিনিয়ত বিশ্বব্যাপী আমাদের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে থাকি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পূর্বসতর্কতা হিসেবে ৭ দিনের জন্য আমাদের কায়রোগামী ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে।

লুফথানসা জানায়, মিউনিখ ও ফ্রাঙ্কফুর্ট থেকে কায়রোগামী শনিবারের ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। রবিবার থেকে আবার কায়রোগামী ফ্লাইটগুলো চালু হবে।

মিসরের বিমানবন্দর নিরাপত্তার সঙ্গে জড়িত তিনটি সূত্র রয়টার্সকে জানায়, ব্রিটিশ কর্মীরা বুধবার ও বৃহস্পতিবার কায়রো বিমানবন্দরের নিরাপত্তা পরীক্ষা করেছে। তারা বিস্তারিত তথ্য দেয়নি।

শনিবার ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবশেষ নির্দেশনায় ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট স্থগিতের বিষয়টি উল্লেখ করে ভ্রমণকারীদেরকে এয়ারলাইনটির সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

এ বিষয়ে মিসরের বেসামরিক বিমান মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, কায়রোতে ব্রিটিশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

দূতাবাসটি নিশ্চিত করেছে যে, ব্রিটেনের পরিবহন বা পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্লাইটগুলো স্থগিত বিষয়ক কোনো নির্দেশনা জারি করেনি বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিটিতে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ