আজকের শিরোনাম :

বিহারে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০১৯, ১০:২৯ | আপডেট : ২০ জুলাই ২০১৯, ১১:০৯

ভারতের বিহার রাজ্যে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে সরনের বানিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে গবাদি পশু চুরির উৎপাতে অতিষ্ঠ গ্রামবাসী এদিন ভোরে একটি গাড়ি ও ৩ অপরিচিতকে দেখতে পেয়ে চোর সন্দেহে তাদেরকে নির্দয়ভাবে পেটায় বলে পুলিশ জানিয়েছে।

মারধরের পর গুরুতর আহত ৩ জনকে কাছাকাছি ছাপরা এলাকার একটি হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত ৩ জনের বাড়িও কাছাকাছি একটি গ্রামে।

এ ঘটনায় ওই গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে। এর পর ৩ জনকে আটক করা হয়েছে।

২০১৪ সাল থেকে গরুর মাংস বিক্রি বা গরু পাচারের অভিযোগে বিভিন্ন ধরনের হামলায় এবং গণপিটুনিতে বেশ কিছু মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছেন শতাধিক।

তবে এসব ঘটনার মাত্র কয়েকটির ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।

এসব আক্রমণের বিরুদ্ধে সরাসরি এবং দ্রুত নিন্দা জ্ঞাপন না করার কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমালোচনার শিকার হয়েছেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ