আজকের শিরোনাম :

ইরানের একটি ড্রোন ধ্বংসের দাবি করল ট্রাম্প

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০১৯, ১০:৪৪

ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি ড্রোন ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গতকাল বৃহস্পতিবার দাবি করেন, হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর কাছাকাছি চলে আসায় তারা ইরানের একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। ড্রোনটি তাদের রণতরীর জন্য হুমকি হিসেবে দেখা দেওয়ায় আত্মরক্ষার্থে তা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন ট্রাম্প।

তবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে ট্রাম্পের এ দাবির বিষয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করা হয়নি।

ডোনাল্ড ট্রাম্প আরো দাবি করেছেন, কয়েকবার সতর্ক করার পরও ড্রোনটি মার্কিন রণতরী ইউএসএস বক্সারের ৯০০ মিটারের মধ্যে চলে এসেছিল। ইরান জাহাজ চলাচলের ক্ষেত্রে উসকানিমূলক পদক্ষেপ নিচ্ছে বলে অতীতের ভিত্তিহীন দাবির পুনরাবৃত্তি করেন তিনি।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত ট্রাম্পের দাবির বিষয়ে কোনো মন্তব্য করা হয় নি। তবে ইরান এর আগে বহুবার পারস্য উপসাগরে বিদেশি সেনা উপস্থিতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ প্রশ্ন তুলেছেন, ৬ হাজার মাইল দূর থেকে এসে আমেরিকা কেন পারস্য উপসাগরে সেনা মোতায়েন করবে।

মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগর থেকে সব বিদেশি সেনা সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে ইরান।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ