আজকের শিরোনাম :

রাশিয়ার সঙ্গে হামাস প্রতিনিধিদলের বৈঠক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৯, ০০:৪৬

রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের সঙ্গে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধিদল বৈঠক করেছে। মস্কোয় অনুষ্ঠিত এ বৈঠকে দু পক্ষই ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছে।

আমেরিকা যখন কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি বা শতাব্দির সেরা চুক্তি উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে তখন হামাস ও রাশিয়ার মধ্যে এ বৈঠক হলো। মার্কিন সরকারের তৈরি করা এ চুক্তিতে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বকে আরো জোরদার করার ব্যবস্থা থাকবে বলে এরইমধ্যে জানা গেছে।

হামাস প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মুসা আবু মারজুক। গতকালের (মঙ্গলবার) বৈঠকে তারা ইসরাইল-ফিলিস্তিন সংকটের সমাধান নিয়ে মত বিনিময় করেন। এ সম্পর্কে তেল আবিবে অবস্থিত রাশিয়ার দূতাবাস থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, ইসরাইল-ফিলিস্তিন সংকটের রাজনৈতিক সমাধান ছাড়া কোনো বিকল্প নেই। ফিলিস্তিনিদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় মস্কো প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বোগদানভের আমন্ত্রণে ফিলিস্তিনি প্রতিনিধিদলটি মস্কো সফর করে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ