আজকের শিরোনাম :

পাকিস্তানে মুম্বাই হামলার মূল হোতা আবারো গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০১৯, ১৮:৫৫

পাকিস্তানী কর্তৃপক্ষ ২০০৮ সালের মুম্বাই হামলার মূল হোতা হাফিজ সাইদকে আবারো গ্রেফতার করেছে। একজন নিরাপত্তা কর্মকর্তা একথা জানান। পূর্বাঞ্চলীয় গুজরানওয়ালা শহরে বুধবার সন্ত্রাস বিরোধী বাহিনী তাকে গ্রেফতার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তা এ খবর জানিয়ে বলেন, অন্য একটি মামলায় জামিনের আবেদন করতে হাফিজ সাইদ গুজরানওয়ালা যাচ্ছিল। এ সময়ে তাকে গ্রেফতার করা হয়।

যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ হাফিজ সাইদকে বিশ্ব সন্ত্রাসী ঘোষণা করে। এছাড়া ওয়াশিংটন তার মাথার মূল্য ঘোষণা করে এক কোটি মার্কিন ডলার।

হাফিজকে এর আগেও কয়েকবার গ্রেফতার করা হয়। কখনও তাকে গৃহবন্দী এবং কখনও অল্প সময়ের জন্যে কারাগারে বন্দী রেখে আবার ছেড়েও দেয়া হয়।

মুম্বাইয়ে ২০০৮ সালের ভয়াবহ হামলায় জড়িত থাকার অভিযোগে তাকে বিচারের আওতায় আনতে ভারত পাকিস্তানকে অনবরত চাপ দিতে থাকে। ওই হামলায় ১৬০ ব্যক্তি প্রাণ হারায়। যদিও হাফিজ সাইদ জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ