আজকের শিরোনাম :

কিউবার রেল ব্যবস্থা উন্নত করবে চীন ও রাশিয়া

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০১৯, ০০:৫২

২০৩০ সালের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের কর্মসূচি হাতে নিয়েছে কিউবা। আর এতে সাহায্য করছে বন্ধুরাষ্ট্র রাশিয়া ও চীন। কিউবার রেলওয়ে ব্যবস্থার উন্নয়নের জন্য রাশিয়ার সঙ্গে প্রায় ১০০ কোটি ডলারের চুক্তি করেছে চীন। এর অংশ হিসেবে গত চার দশকের মধ্যে প্রথম একটি যাত্রীবাহী ট্রেন যুক্ত হয়েছে কিউবার রেল যোগাযোগ ব্যবস্থায়।

শনিবার প্রথমবারের মতো ট্রেনটি রাজধানী হাভানা থেকে দ্বীপরাষ্ট্রটির অন্য প্রান্তে ছুটে যায়। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, কিউবার রেল যোগাযোগ উন্নয়নের জন্য চীন প্রায় ৮০টি বগি পাঠিয়েছে। কিউবার সরকার রেলের সামগ্রিক আধুনিকায়ন চায়। এ লক্ষ্য বাস্তবায়নে দেশটিতে আরো বগি পাঠাবে চীন। এছাড়া, রাশিয়ার সহায়তায় নতুন নতুন রেললাইন স্থাপন করতে চলেছে কিউবা।

কিউবার রেলওয়ে সিস্টেম পৃথিবীর অন্যতম পুরনো। ১৮৩০ সালেই কিউবাতে রেল যোগাযোগ স্থাপিত হয়। কিন্তু রক্ষণাবেক্ষণ ও মার্কিন নিষেধাজ্ঞায় জনপ্রিয় এ যোগাযোগ ব্যবস্থাটি ধ্বংস হতে শুরু করে। এর অন্যতম প্রধান কারণ হিসেবে দায়ী করা হয় কম গতিকে। এছাড়া ট্রেন দুর্ঘটনার সংখ্যাও বেড়ে গেছে সামপ্রতিক বছরগুলোতে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ