আজকের শিরোনাম :

যেকোনো হামলার ধ্বংসাত্মক জবাব দেবে ইরান: কমান্ডার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০১৯, ০০:৩২

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনা কমান্ডার মেজর জেনারেল আবদুর রহীম মুসাভি বলেছেন, তার দেশ কখনো যুদ্ধের পেছনে দৌড়াচ্ছে না কিন্তু কোনো দেশ যদি হামলা চালায় তাহলে তার বিরুদ্ধে ধ্বংসাত্মক জবাব দেয়া হবে।  

তিনি বলেন, “শত্রুরা যদি হামলা চালায় তবে ইরান ধ্বংসাত্মক জবাবের মাধ্যমে তাদেরকে হতোদ্যম করে দেবে।” ইরানের তাবরিজ শহরে আজ (রোববার) এক অনুষ্ঠানে জেনারেল মুসাভি এসব কথা বলেন।

ইরানের এ কমান্ডার বলেন, সারা বিশ্ব এবং আঞ্চলিক পরিস্থিতিতে সামরিক বাহিনীকে প্রস্তুত রাখা গের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি অপরিহার্য হয়ে পড়েছে। তিনি বলেন, শত্রুদের মনে ইসলামি বিপ্লবী বিরোধী অনিষ্টকর পরিকল্পনা রয়েছে; ফলে সাধারণ জনগণ ও সামরিক বাহিনীর প্রস্তুতি শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করতে সহায়তা করবে।

জেনারেল মুসাভি বলেন, ইরানের সামরিক বাহিনী আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং তারা দেশ ও জনগণকে রক্ষা করবে। একইভাবে জনগণের আকাঙ্ক্ষা ও মূল্যবোধকেও রক্ষা করবে সামরিক বাহিনী।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ