আজকের শিরোনাম :

সুদানে অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ : জেনারেল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০১৯, ১২:৫২

সুদানের ক্ষমতাসীন সামরিক পরিষদ দেশটিতে একটি অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। আর এ ঘটনায় জড়িত থাকায় ১২ জন কর্মকর্তা ও ৪ সৈন্যকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে শীর্ষ এক জেনারেল এমন ঘোষণা দেন। 

সুদানে ব্যাপক গণআন্দোলনের প্রেক্ষাপটে সামরিক হস্তক্ষেপে দেশটির দীর্ঘদিনের শাসক ওমর আল-বশির ক্ষমতাচ্যূত হওয়ার পর সৃষ্ট চরম রাজনৈতিক সংকটের অবসানে গত সপ্তাহে ক্ষমতাসীন সামরিক পরিষদ ও বেসামরিক আন্দোলনকারীরা রাজনৈতিক সংকট সমাধানে সম্মত হওয়ার পর এমন ঘোষণা এলো।

টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা এক বিবৃতিতে ক্ষমতাসীন সামরিক পরিষদের জেনারেল জামাল ওমর বলেন, ‘সেনা এবং ন্যাশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সার্ভিসের কর্মকর্তা ও সৈন্যরা সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিলেন। তাদের মধ্যে কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তাও রয়েছেন।’

তিনি বলেন, ‘নিয়মিত সামরিক বাহিনীর সদস্যরা এ অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দিতে সক্ষম হন। তবে কখন এ প্রচেষ্টা চালানো হয়েছিল তিনি সে ব্যাপারে কিছু বলেননি।
খবর এএফপি

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ