আজকের শিরোনাম :

এফ-৩৫ বিমান কেনা দক্ষিণ কোরিয়ার বিপজ্জনক তৎপরতা: পিয়ংইয়ং

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০১৯, ২৩:৪৫

আমেরিকার কাছ থেকে দক্ষিণ কোরিয়া যে এফ-৩৫ জঙ্গিবিমান কিনছে তার কঠোর সমালোচনা করে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, এটি সিউলের পক্ষ থেকে চরম বিপজ্জনক পদক্ষেপ যা দু কোরিয়ার সাম্প্রতিক সম্পর্ককে অচলাবস্থায় ফেলতে পারে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনস্টিটিউট ফর আমেরিকান স্টাডিজের পরিচালকের বরাত দিয়ে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ খবর দিয়েছে। উত্তর কোরিয়ার এ কর্মকর্তা বলেন, দুই কোরিয়ার মধ্যে সংহতি প্রতিষ্ঠার বিষয়ে সিউল জোর গলায় কথা বলে আবার তারাই আমেরিকা থেকে নানা ধরনের অস্ত্র কিনছে।

উত্তর কোরিয়ার ওই কর্মকর্তা বলেন, “এতে কোনো সন্দেহ নেই যে, সামরিক দিক দিয়ে পিয়ংইয়ংয়ের ওপর শ্রেষ্ঠত্ব অর্জনের জন্যই দক্ষিণ কোরিয়া এফ-৩৫ বিমান কিনছে। কোরীয় উপদ্বীপে জরুরি মুহূর্তে সামরিক আগ্রাসন চালানোর জন্য পথ উন্মুক্ত রাখছে সিউল।”

দক্ষিণ কোরিয়া আমেরিকার কাছ থেকে মোট ৪০টি এফ-৩৫ বিমান কিনছে। গত মার্চ মাসে বিমানের প্রথম চালান পেয়েছে; বাকি বিমান কয়েক সপ্তাহের মধ্যে দক্ষিণ কোরিয়ায় পৌঁছাবে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ