আজকের শিরোনাম :

ইয়েমেন থেকে সব বিদেশি সেনা সরাতে হুথিদের আহ্বান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০১৯, ০১:০৬

অবিলম্বে ইয়েমেন থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করতে আগ্রাসী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ বিপ্লবী পরিষদের প্রধান মোহাম্মাদ আলী আল-হুথি।

তিনি এক টুইটার বার্তায় বলেছেন, আগ্রাসী দেশগুলো ইয়েমেনকে মার্কিন ও ইউরোপীয় দেশগুলোর অস্ত্র পরীক্ষার ক্ষেত্রে পরিণত করেছে, তবে ইয়েমেনিরা আগ্রাসন, নিষেধাজ্ঞা ও অবরোধ প্রত্যাখ্যান করেছে। এ অবস্থায় ইয়েমেন থেকে বিদেশি সেনা সরিয়ে নেয়াই হবে আগ্রাসীদের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে মোতায়েন সেনা কমানোর ঘোষণা দেওয়ার পর তিনি এসব কথা বললেন।

এছাড়া ইয়েমেনের তথ্যমন্ত্রী যেইফুল্লাহ আশ শামি বলেছেন, আরব আমিরাত ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছে তা থেকে সৌদি আরবের সঙ্গে দেশটির বিরোধ প্রকাশ হয়ে পড়েছে। এখন এটা স্পষ্ট সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে পরজিত হয়েছে।

চলতি সপ্তাহে আমিরাতের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আরব আমিরাত ইয়েমেন ইস্যুতে যুদ্ধ থেকে শান্তির দিকে এগোতে চায়।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ