আজকের শিরোনাম :

ইরানে এক সপ্তাহে ৩ বার ব্রিটিশ রাষ্ট্রদূত তলব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০১৯, ০০:৩৯

জিব্রাল্টার প্রণালীতে তেলবাহী জাহাজ আটকের ঘটনায় এক সপ্তাহে তিনবার ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট ম্যাককাইরেকে ডেকে জাহাজ আটকের বিষয়ে ব্রিটিশ সরকারের জবাব চাওয়া হয়েছে।   

তবে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেন, “আজ (সোমবার) সকালে ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট ম্যাককাইরেকে আনুষ্ঠানিকভাবে তলব করা হয় নি কারণ দুপক্ষ বিষয়টি ‘পূর্বপরিকল্পিত বৈঠকের কাঠামোর আওতায় আলোচনা করার বিষয়ে একমত হয়েছে। এ ধরনের বৈঠক ম্যাককাইরে ইরানি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত করে থাকেন।”

গত বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জিব্রাল্টার কর্তৃপক্ষ ব্রিটিশ মেরিন সেনাদের সহায়তায় সিরিয়া অভিমুখী ইরানি ট্যাংকারটি আটক করে। এ বিষয়ে মার্কিন সরকার ব্রিটেনকে অনুরোধ করেছিল। এ ঘটনার প্রতিবাদ জানাতে ইরানের নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে তেহরান। তেল ট্যাংকারের দ্রুত মুক্তি দেয়ার কথাও বলেছে ইরান।

ব্রিটিশ নিয়ন্ত্রিত জিব্রাল্টার নিয়ে স্পেন ও ব্রিটেনের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। জিব্রাল্টারকে নিজের ভূখণ্ড বলে দাবি করে স্পেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ