আজকের শিরোনাম :

সিএনএন’র চেয়ে ‘ফেইক’ হলো ফক্স নিউজ: ট্রাম্প

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০১৯, ০০:২৮

মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন টেলিভিশন চ্যানেলের চেয়ে ভুয়া বলে আখ্যায়িত করেছেন। ধারাবাহিক টুইটার পোস্টে ট্রাম্প এ আখ্যা দেন। তিনি বলেন, “ফক্স নিউজ হচ্ছে ডেমোক্র্যাটে ভরা এবং যে জনগণ তাদেরকে আজ এখানে এনেছে তারা তাদের কথা ভুলে গেছে।”

টু্ইটার পোস্টে ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসকেও ভুয়া বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ভুয়া ফক্স নিউজ নিউ ইয়র্ক টাইমসকে সূত্র হিসেবে ব্যবহার করে।  

রোববার নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, ফেডারেল  ডিটেনশন সেন্টারে অভিবাসী শিশুরা মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে। এরপর ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসেরও চরম সমালোচনা করেন। টাইমসের রিপোর্ট অনুসারে- সাম্প্রতিক দিনগুলোতে ডিটেনশন সেন্টারে অভিবাসীরা রোগব্যাধী ও ক্ষুধার মধ্যে রয়েছে এবং সেখানে তারা গাদাগাদি করে থাকছে।

ট্রাম্প এ প্রতিবেদনকে ভূয়া বলে উড়িয়ে দেন। তবে নিউ ইয়র্ক টাইমস তাকে সঠিক বলে আত্মপক্ষ সমর্থন করেছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ