আজকের শিরোনাম :

‘ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে আছে আমেরিকা’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০১৯, ০০:৫৫

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বিভিন্নভাবে আমেরিকা যুদ্ধে লিপ্ত রয়েছে। ইরানকে লক্ষ্য করে অর্থনৈতিক সন্ত্রাসবাদের মাধ্যমে এ যুদ্ধ পরিচালনা করছে আমেরিকা।

গতকাল (রোববার) ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে খ্যাতিমান মার্কিন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ড্যানিয়েল কোভালিক একথা বলেছেন। তিনি বলেন, সামরিক হামলা বাদ দিয়ে আমেরিকা অন্য উপায়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। আমেরিকা ইরানের তেল বিক্রির ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অর্থনৈতিক সন্ত্রাসবাদ ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেন কোভালিক।

ইরানের সঙ্গে কোনো রকম পূর্বশর্ত ছাড়া আমেরিকা সংলাপে বসতে চায় বলে মার্কিন প্রশাসন যে বক্তব্য দিয়ে আসছে সে সম্পর্কে কোভালিক বলেন, “এটি খুব পরিষ্কার যে, আমেরিকা সত্যিকার অর্থে ইরানের সঙ্গে আলোচনা চায় না। তারা ইরানকে নতজানু ও দুর্বল করতে চায়। তারা প্রকৃতপক্ষে ইরানে সরকার ব্যবস্থার পরিবর্তন চায়।”

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ