আজকের শিরোনাম :

কাবুলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩৪

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০১৯, ১৬:০২

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিস্ফোরণে নারী ও শিশুসহ কমপক্ষে ৬৮ জন আহত হয়েছেন।

এর আগে গণমাধ্যম আলজাজিরা আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছিল, এ বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ হামলার দায় স্বীকার করেছে তালেবান জঙ্গিরা। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি কারিগরি স্থাপনা এ হামলার লক্ষ্য ছিল বলে তালেবান জঙ্গিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনের সামনে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটায় তালেবান জঙ্গিরা। মুহূর্তে রক্তাক্ত হয়ে যায় এলাকা। এরপরই ওই গাড়ি থেকে নামা কয়েকজন আততায়ী এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।

সিনহুয়া জানিয়েছে, হামলা হওয়া এলাকাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে কোনো গণমাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ