আজকের শিরোনাম :

সাদ্দামকে পশ্চিমাদের মদদ দেয়ার কথা ইরান কোনোদিন ভুলবে না: ড. জারিফ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০১৯, ০০:২৫

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. জাওয়াদ জারিফ বলেছেন, সাদ্দামকে পশ্চিমা দেশগুলো যে রাসায়নিক অস্ত্রসহ সার্বিক মদদ দিয়েছিল সেকথা কোনোদিন ভুলবে না ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া উইং জানিয়েছে, ড. জারিফ তাঁর ব্যক্তিগত এক টুইট বার্তায় ওই মন্তব্য করেছেন। তিনি ইরানের পশ্চিমাঞ্চলীয় সারদাশ্‌ত শহরে রাসায়নিক বোমা হামলায় ক্ষতিগ্রস্তদের একটি ছবি পোস্ট করে লিখেছেন: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানিদের ওপর ওই নৃশংস রাসায়নিক বোমা হামলার নিন্দা পর্যন্ত করে নি।

জারিফ বলেন, তখনও ইরানের বিপ্লবী জনতা শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, আজও দাঁড়াবে।

১৯৮৭ সালের ২৮ জুনে ইরানের পশ্চিম আজারবাইজানের সারদাশ্‌ত শহরে সাদ্দাম রাসায়নিক বোমা হামলা করেছিল। ওই বোমা হামলায় ১১৯ জন নিরীহ ইরানি শহীদ হয়েছে এবং রাসায়নিক বিক্রিয়ায় পঙ্গু ও আহত হয়েছে আট হাজারের বেশি ইরানি। ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধের সময় সাদ্দাম অসংখ্যবার রাসায়নিক বোমা ব্যবহার করেছিল।

যুদ্ধের বহু বছর পর বিভিন্ন তথ্যপঞ্জি থেকে জানা গেছে আমেরিকা, হল্যান্ড, জার্মানি এবং ফ্রান্সের ২০৮ টি কোম্পানি সাদ্দাম সরকারকে রাসায়নিক অস্ত্র দেয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ