আজকের শিরোনাম :

ইরান-বিরোধী বাগাড়ম্বর বাড়িয়েছে ব্রিটেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০১৯, ০০:০৯

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে বাগাম্বর বাড়িয়েছে ব্রিটেন। যখন দেশটির জুনিয়র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু মুরিসন পারস্য উপসাগরীয় অঞ্চলে দৃশ্যত উত্তেজনা কমাতে চাইছেন তখন পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ইঙ্গিত দিচ্ছেন যে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে আমেরিকার সঙ্গে লন্ডন যোগ দিতে পারে।

প্রাথমিক রিপোর্টে ব্রিটিশ পত্রিকা দ্যা সান জানিয়েছে, সামরিক সমর্থনের অনুরোধটি বিবেচনা করবে বলে হান্ট জানান। এর আগে পারস্য উপসাগরীয় এলাকায় নিজের স্বার্থ রক্ষার জন্য ব্রিটেন এলিট স্পেশাল বোট সার্ভিসের কমান্ডোদের মোতায়েন করেছে। এসব কমান্ডো পারস্য উপসাগরীয় এলাকায় জাহাজ চলাচল ও ব্রিটিশ অনান্য সম্পদ রক্ষার দায়িত্ব পালন করবে।

ব্রিটেনের অনেকেই মনে করেন, স্পেশাল বোট সার্ভিসের কমান্ডোদের মোতায়েন করাটা লন্ডনের পক্ষে অপ্রয়োজনীয় এবং উসকানিমূলক পদক্ষেপ। এর মাধ্যমে এ ধারণা তৈরি হয়েছে যে, ইরান-মার্কিন সম্ভাব্য সংঘাতে ব্রিটেন জড়িয়ে পড়বে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ