আজকের শিরোনাম :

ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার দাবি এক ধরণের প্রচারণা: ইরান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০১৯, ০০:৫৮

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুনকরে নিষেধাজ্ঞা আরোপের মার্কিন দাবি প্রচারণামূলক। কারণ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আর কোনো ক্ষেত্র নেই। এরইমধ্যে আমেরিকা ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একট টুইটার বার্তায় ইরানের বিরুদ্ধে সোমবার থেকে নতুন নিষেধাজ্ঞা কার্যকরের যে ঘোষণা দিয়েছেন এর প্রতিক্রিয়ায় মুসাভি এসব কথা বলেন।

আব্বাস মুসাভি আইআরআইবি বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প সোমবার থেকে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা কার্যকরের কথা বলে প্রচারণা ক্ষেত্রে সুবিধা পাওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, মার্কিন সরকার এরইমধ্যে ইরানের বিভিন্ন কোম্পানি ও ব্যক্তিত্বের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে। এর মাধ্যমে তারা ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও অর্থনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিনীরা দীর্ঘ ৪০ বছর ধরে ইরানকে নিষেধাজ্ঞার মধ্যে রেখেছে, তবে ইরান সব মার্কিন নিষেধাজ্ঞাই সাফল্যের সঙ্গে মোকাবেলা করতে পেরেছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ