আজকের শিরোনাম :

জি-২০ সম্মেলনে বৈঠক করতে পারেন পুতিন ও মে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০১৯, ২৩:৪৩

ব্রিটেন ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের অচলাবস্থা কাটাতে দু দেশের প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে বসার পরিকল্পনা করছেন। আগামী ২৮ ও ২৯ জুন জাপানে অনুষ্ঠেয় শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০ সম্মেলনের অবকাশে ওসাকা শহরে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এ বৈঠক হতে পারে।

দ্যা টাইম জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্ষমতা ছাড়ার আগে এ বৈঠক হতে যাচ্ছে যাতে দু দেশের সম্পর্ক স্বাভাবিক হয়। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ পত্রিকাটি এ খবর দিয়েছে।  যদি বৈঠকটি হয় তাহলে এটি হবে ২০১৮ সালের মার্চ মাসের পর ব্রিটেন ও রাশিয়ার শীর্ষ পর্যায়ে প্রথম বৈঠক। ওই সময় ব্রিটেনে বসবাসরত দ্বৈতনাগরিক ও গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ে জুলিয়াকে বিষ দিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনার জন্য ব্রিটেন রাশিয়াকে দায়ী করেছে। তবে মস্কো সে অভিযোগ অস্বীকার করে আসছে।

এ ঘটনার জের ধরে ব্রিটেন, আমেরিকা ও তাদের ইউরোপীয় মিত্র রাশিয়ার বহুসংখ্যক কূটনীতিককে বহিষ্কার করে। রাশিয়াও পাল্টা ব্যবস্থা হিসেবে এসব দেশের কূটনীতিক বহিষ্কার করেছিল।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ