আজকের শিরোনাম :

মোদির বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেবে ইসলামাবাদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০১৯, ০০:২৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ সরকার। আগামী ১৩ ও ১৪ জুন সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র শীর্ষ সম্মেলনে যোগ দিতে বিশকেক যাবেন মোদি।

ভারত ও পাকিস্তানের মধ্যকার সামরিক উত্তেজনার কারণে গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান তার আকাশসীমা ভারতের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। সেই সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।

ভারতের ইংরেজি দৈনিক ‘দ্যা হিন্দু’ বলছে, নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের করতে দেয়ার অনুরোধ জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেছেন, ইসলামাবাদ দিল্লির অনুরোধে সাড়া দিয়েছে।  

ওই কর্মকর্তা বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রীকে সংলাপে বসার জন্য চিঠি দিয়েছেন। তিনি বলেন, পাকিস্তান আশা করছে ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে। সাংহাই সম্মেলনে দুই প্রধানমন্ত্রী যোগ দিলেও সম্মেলনের অবকাশে তাদের বৈঠকের কোনো এজেন্ডা ঠিক হয় নি এখনো।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ