আজকের শিরোনাম :

উত্তরপ্রদেশে স্মৃতি ইরানির সহযোগী গুলিতে নিহত

  এনডিটিভি

২৬ মে ২০১৯, ১১:২৯ | অনলাইন সংস্করণ

ভারতের উত্তরপ্রদেশের আমেথিতে সাবেক মন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানির সহযোগী সুরেন্দ্র সিংহকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে নবনির্বাচিত বিজেপির এমপি স্মৃতি ইরানির নির্বাচনী প্রচারাভিযানের প্রধানের দায়িত্বে ছিলেন সাবেক গ্রামপ্রধান সুরেন্দ্র সিংহ। খবর এনডিটিভির।

বারাউলিয়া গ্রামের নিজ বাড়িতে জয় উদযাপনের সময় শনিবার দিবাগত রাত ৩টার দিকে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা তাকে গুলি করে হত্যা করে।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নির্বাচনে পরাজিত করে ‌আমেথির ওই আসনে জয়ী হন ইরানি।

পুলিশ জানিয়েছে, ওই জয় উদযাপনের সময় প্রতিপক্ষের লোকজন তাকে গুলি করে হত্যা করে। এ ছাড়া নির্বাচনী প্রচারাভিযানের সময় ওই গ্রামের বাসিন্দাদের মধ্যে জুতা বিতরণ করে বিজেপি।

কংগ্রেস নেতাদের দাবি, রাহুল গান্ধীকে অপমান করতেই সুরেন্দ্র সিংহ গ্রামবাসীর মধ্যে জুতা বিলি করেন। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ