আজকের শিরোনাম :

'যুদ্ধ নাকি আলোচনা'- এ ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভোগে না ইরান: মুখপাত্র

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০১৯, ১০:১৯

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তার দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের মনস্তাত্ত্বিক ও প্রচারণা যুদ্ধ ব্যর্থ হবে। পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকার সঙ্গে যখন ইরানের উত্তেজনা তুঙ্গে তখন সাইয়্যেদ আব্বাস মুসাভি বৃহস্পতিবার তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে একথা বলেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নিজের জনগণের ওপর নির্ভর করে ইসলামি প্রজাতন্ত্র ইরান একটি স্বাধীন ও শক্তিশালী দেশে পরিণত হয়েছে এবং জাতীয় নিরাপত্তা ও স্বার্থের ভিত্তিতে তেহরান নিজের গন্তব্য ঠিক করে ফেলেছে।

এই পথচলার ক্ষেত্রে ইরান কখনোই অচলাবস্থার সম্মুখীন হয় না বলে তিনি মন্তব্য করেন। সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেন, ইরান কখনোই ‘যুদ্ধ করবে নাকি আলোচনা করবে’- এ ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভোগে না। তেহরান যেকোনো বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত নেয় এবং কোনো বিষয়ে কখনোই কিংকর্তব্যবিমূঢ় হয় না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইতিহাসের দীর্ঘ পরিক্রমায় ইরান একদিকে যেমন অকুতোভয় যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছে তেমনি উপযুক্ত সময়ে উপযুক্ত স্থানে আলোচনা ও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করেছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ