আজকের শিরোনাম :

গাজা ক্রসিং ফের খুলে দিল ইসরায়েল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০১৯, ১৫:৪৯

ইসরায়েল গাজা উপত্যকার সঙ্গে বন্ধ করে দেয়া তাদের ক্রসিং আজ রবিবার ফের খুলে দিয়েছে। এ মাসের গোড়ার দিকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ায় এ ক্রসিং বন্ধ করে দেয়া হয়েছিল। একটি ভঙ্গুর অস্ত্রবিরতি চুক্তির অংশ হিসেবে এটা খুলে দেয়া হলো। সরকারি এক কর্মকর্তা এ কথা জানান।

এক বিবৃতিতে ক্রসিং দেখভাল করা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শাখা কোগাতের এক নারী মুখপাত্র জানান, মানুষ পারাপারের জন্য ইরেজ ক্রসিং এবং পণ্য পারাপারের জন্য কারেম শালুম ক্রসিং খুলে দেয়া হয়েছে এবং সেখানে কার্যক্রম চলছে।

গাজার শাসকগোষ্ঠী হামাস এবং তাদের মিত্র গ্রুপ ইসলামিক জিহাদ ইসরায়েলে রকেট হামলা চালানোয় গত ৪ মে উভয় ক্রসিং বন্ধ করে দেয়া হয়েছিল। এসব রকেট হামলার জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী গাজার বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায়।

সেখানে দুদিনের এসব পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলের চার বেসামরিক নাগরিক এবং ফিলিস্তিনের ২৫ নাগরিক নিহত হয়। ফিলিস্তিনের নাগরিকদের মধ্যে কমপক্ষে ৯ জন জঙ্গি রয়েছে। 

এদিকে সাময়িক অস্ত্রবিরতির কারণে এসব পাল্টাপাল্টি হামলার অবসান ঘটে।
খবর এএফপি

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ