আজকের শিরোনাম :

ইন্দোনেশিয়ায় কারাগার থেকে পালানো কয়েদিদের ধরতে পুলিশি অভিযান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০১৯, ১৫:১৮

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কারাগার থেকে পালানো শতাধিক কয়েদিকে ধরতে শনিবার পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে।

পুলিশ জানায়, ভোরবেলা সুমাত্রার সিয়াক জেলার ওই কারাগারে দাঙ্গা বেঁধে যায়। এর পর সেখানে আগুন ধরে গেলে কয়েদিরা পালিয়ে যায়।

স্থানীয় একটি টেলিভিশনের ফুটেজে আটক কেন্দ্রটিতে আগুন ছড়িয়ে পড়তে দেখা গেছে।

রিয়াউ প্রদেশের পুলিশপ্রধান উইদোদো একো প্রিহাস্টোপো বলেন, পলাতক কয়েদিকে ধরতে কর্তৃপক্ষ বড় ধরনের অভিযান শুরু করেছে। দুপুর নাগাদ ১১৫ কয়েদিকে পুনরায় আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, এখনো বেশ কয়েকজন কয়েদি পলাতক রয়েছে। এ কারাগারে প্রায় ৬৫০ কয়েদিকে আটক রাখা হয়েছিল।

প্রিহাস্টোপো বলেন, ‘পুলিশ সেনাবাহিনী ও আপশাপাশের বাসিন্দাদের সহায়তায় এখনো বাকি পলাতক আসামিদের ধরতে তল্লাশি চালাচ্ছে।’

পুলিশ জানায়, কয়েকজন কয়েদি ড্রাগ ব্যবহার করতে গিয়ে ধরা পড়লে রক্ষিরা তাদের মারধর করার পর দাঙ্গা শুরু হয়। এ সময় তিন বন্দি ছুরিকাহত ও এক পুলিশ গুলিতে আহত হয়।
খবর এএফপি

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ