আজকের শিরোনাম :

মিয়ানমারে ইয়াংগুন বিমানবন্দর বন্ধ ঘোষণা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০১৯, ২২:০০

মিয়ানমারের ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সময় বুধবার (৮ মে) সন্ধ্যা ৬টা ২২ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ার পর বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয় বলে জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য মিয়ানমার টাইমস।

বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ বিমানের বিজি-060 ফ্লাইটের একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ে। এ ঘটনায় বাংলাদেশ বিমানের পাইলটসহ বেশ কয়েকজন আহত হয়েছেন ।

মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, আহত যাত্রীদের হাসপাতালে নেয়া হয়েছে।

বিমান সূত্রে জানা গেছে, ওই ফ্লাইটে এক শিশুসহ ২৯ জন যাত্রী, দু’জন পাইলট ও দু’জন কেবিন ক্রু ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, S 2 -এজিকিউ বম্বার্ডিয়ার ড্যাশ-8 Q 400 ফ্লাইটি বৈরী আবহাওয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ