আজকের শিরোনাম :

হ্যারিকে ‘অন্তহীন রাত’ জাগার প্রস্তুতি নিতে বললেন উইলিয়াম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০১৯, ১৯:১৪

সদ্য ভূমিষ্ঠ শিশুদের খুব অল্প সময়ে খিদে পায়, আর অল্প সময়ের ব্যবধানেই তারা প্রাকৃতিক কর্মটি সেরে ফেলে। সেকারণে পৃথিবী জুড়েই রাতের বেলা শিশুর খাওয়া আর ন্যাপি বদলের কাজে নতুন বাবা-মায়েদের অন্যতম বড় চ্যালেঞ্জগুলোর একটি, অন্তহীন রাত জেগে থাকা।

আর এ নিয়েই মাত্র একদিন আগে বাবা হওয়া ব্রিটিশ রাজকুমার প্রিন্স হ্যারিকে সাবধান করেছেন বড় ভাই প্রিন্স উইলিয়াম।

প্রিন্স হ্যারির পিতৃত্বের খবরে তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে ডিউক অব ক্যামব্রিজ মজা করে ভাইকে 'নিখিল নিদ্রাহীন সমাজে' স্বাগত জানিয়েছেন।

৬ই মে প্রিন্স হ্যারি ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের প্রথম সন্তানের জন্ম হয়। ব্রিটিশ রাজপরিবার জানিয়েছে, তারা এই খবরে দারুণভাবে রোমাঞ্চিত।

রাজপরিবারের এই নতুন সদস্য আগমনের উচ্ছ্বাস একটু কমলে পর তিন সন্তানের বাবা প্রিন্স উইলিয়াম তাকে দেখতে যাবেন বলে জানিয়েছেন।

ডাচেস অব ক্যামব্রিজকে নিয়ে গ্রীনউইচে এক অনুষ্ঠানে গিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের পুত্র সন্তান রাজসিংহাসনের উত্তরাধিকারের ক্রমে সাত নম্বরে আছেন।

ডাচেস অব সাসেক্স কোথায় সন্তান জন্ম দিয়েছেন তা জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে তিনি হাসপাতালেই সন্তান প্রসব করেছেন। তবে আগে শোনা গিয়েছিল, মেগান বাড়িতেই সন্তানের জন্ম দিতে চেয়েছেন।

এদিকে, মঙ্গলবার জার্মানি সফররত প্রিন্স অব ওয়েলস প্রিন্স চার্লস এবং ডাচেস অব কর্নওয়েল প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে অভিনন্দন জানিয়েছেন, এবং দাদা-দাদী হওয়ায় সেখানে তাদের শুভেচ্ছা জানানো হয়েছে।

বার্লিনে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ার প্রিন্স চার্লসকে নীল কাপড় পড়া একটি টেডি বিয়ার উপহার দেন।

সাবেক মার্কিন ফার্ষ্টলেডি মিশেল ওবামা এক টুইটে জানিয়েছেন, এই খবরে তিনি আর বারাক ওবামা খুবই 'রোমাঞ্চিত'।
এদিকে মেগানের সাবেক সহকর্মী প্যাট্রিক জে অ্যাডামসও শুভেচ্ছা জানিয়েছেন নতুন 'মা-বাবা'কে। বিবিসি

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ