আজকের শিরোনাম :

লাহোরে মাজারের কাছে বোমা বিস্ফোরণ : নিহত ৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০১৯, ১২:৩২

পাকিস্তানের লাহোর শহরে একটি মাজারের কাছে বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

আজ বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় ওই মাজারের বাইরের দিকে বোমা বিস্ফোরণ ঘটে। দেশটির অন্যতম সংবাদমাধ্যম ডন ওই তথ্য জানিয়েছে। 
পুলিশের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, দাতা দরবারের দুই নম্বর গেটের কাছে পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়। বিস্ফোরণে পুলিশের গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

বিস্ফোরণটি কী ধরনের ছিল তা নির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে এটি একটি আত্মঘাতী হামলা ছিল বলে তাদের ধারণা।

পুলিশের শহর বিভাগের এসপি সৈয়দ গজনফর শাহ্ জানিয়েছেন, বিস্ফোরণে আহতদের মধ্যে ৮ জনের অবস্থা সংকটজনক। আহতদের স্থানীয় মায়ো হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহতদের মধ্যে পুলিশের কয়েকজন সদস্য রয়েছেন।

বিস্ফোরণের পরপরই দ্রুতগতিতে উদ্ধার অভিযান চালানোর পর এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে সশস্ত্র পুলিশের একটি বড় দল মোতায়েন করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

এদিকে এ হামলায় মূল্যবান জীবননাশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদারও এ হামলায় নিন্দা জানিয়েছেন। দ্রুত এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতেও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ