আজকের শিরোনাম :

রক্তপায়ী পোকার হামলায় বন্ধ হলো প্যারিসের থানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০১৯, ১৯:৪৫

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি পুলিশ থানার একাংশ বন্ধ করে দেয়া হয়েছে। কারণ সেখানে 'ফ্লি' বা একধরনের রক্তপায়ী মাছির প্রাদুর্ভাব ঘটেছে।

এই ঘটনায় প্যারিসের ১৯তম আঁরোডসমায় পুলিশের থানাটিতে জনসাধারণের ঢোকা নিষিদ্ধ করা হয়েছে।

পুলিশ কর্মকর্তাদের সমিতি দাবি করছে, এই রক্তপায়ী পতঙ্গের হাত থেকে বাঁচার জন্য সেখানে ওষুধ ছিটানো হোক।

পুলিশ সমিতির এক বিবৃতিতে বলা হয়, মাছির কারণে কর্মকর্তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, পুলিশ অফিসাররা কাজ করতে পারছে না।

প্যারিসের টিভি বিএফএমটিভি খবর দিচ্ছে, ফ্লি বা রক্তপায়ী পোকার প্রাদুর্ভাবের কথা প্রথম জানা যায় থানার হাজতে থাকা বন্দীদের কাছ থেকে।

পুলিশ সমিতির একজন কর্মকর্তা এমানুয়েল ক্র্যাভেল্লো বলেন, তিন সপ্তাহ আগে এই প্রাদুর্ভাবের জানা গেলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি।

তিনি জানান, থানা থেকে এই মাছি এখন ছড়িয়ে পড়ছে পুলিশ কর্মকর্তাদের বাসাবাড়িতেও। তাদের পরিবারের সদস্যরা এখন মাছির কামড় খাচ্ছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ