আজকের শিরোনাম :

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০১৯, ১৫:২৭

পাপুয়া নিউগিনির পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যানুযায়ী যার মাত্রা ছিল ৭ দশমিক ২।

স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতের এ ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পটির উৎপত্তি পাহাড়ি দেশটির পূর্ব প্রান্তে ভূপৃষ্ঠের ১২৭ কিলোমিটার গভীরে, পূর্বাঞ্চলীয় শহর লাই থেকে ৬৬ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।

লাইয়ের দমকল বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে ক্ষয়ক্ষতি বা হতাহতের কথা জানিয়েছে এ পর্যন্ত তাদের কাছে কোনো ডাক আসেনি। 

ইউএসজিএসের সঙ্গে সম্পর্কিত প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি হুমকি তৈরি হয়নি।  

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ