আজকের শিরোনাম :

রাশিয়ায় উড়ন্ত বিমানে আগুন, নিহত ১৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০১৯, ০৮:০৫

রাশিয়ায় এয়ারোফ্লোট এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইটে উড়ন্ত অবস্থায় আগুন ধরে গেলে বিমানটি মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।এ দূর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছে এবং ২০ জন যাত্রী নিখোঁজ রয়েছে।

সুপারজেট ১০০ বিমানটি মস্কো থেকে মার্মানস্ক যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে রাশিয়ার তাস নিউজ এজেন্সির বরাত দিয়ে সিএনএন জানিয়েছে।

বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিমানটির লেজের অংশ পুরোটাই পুড়ে গেছে। মাটিতে নামার পর বিমান থেকে উড়তে দেখা গেছে ঘন কালো ধোঁয়া। উদ্ধারকর্মীদের একটি দল বিমানের বাকি অংশে জীবীতদের সন্ধান করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আগুন লাগা একটি বিমান থেকে জরুরি স্লাইড ব্যবহার করে যাত্রীরা বেরিয়ে আসছেন। তবে বিমানটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিমানটি ৭৮জন যাত্রী নিয়ে শেরেমেতেভো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা ঘটে। এরপর পাইলট জরুরি অবতরণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠায় এবং সেটি শেরেমেতেভো বিমানবন্দরে জরুরি অবতরণ করে

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ