আজকের শিরোনাম :

নরেন্দ্র মোদি দেশের সবচেয়ে বড় দুর্যোগ আর দুর্ভোগ: মমতা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০১৯, ০০:৪৯

"নরেন্দ্র মোদি দেশের সবচেয়ে বড় দুর্যোগ আর দুর্ভোগ। উনি থাকলে মানুষ শান্তিতে থাকতে পারবে না। সেজন্য নরেন্দ্র মোদিকে বিদায় দিন।" এভাবেই আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করেন।

লোকসভা নির্বাচন উপলক্ষে আজ (রবিবার) পশ্চিম মেদিনীপুরের দাঁতনে এক নির্বাচনি সমাবেশে ভাষণ দেয়ার সময় মমতা হিন্দুত্ববাদী বিজেপিকে কার্যত তুলোধুনা করে বলেন, ‘বিজেপির মত দাঙ্গাবাজ দল আর কোথাও নেই, ওরা মানুষে মানুষে দাঙ্গা বাধায় আর ভাগাভাগি করে। কখনো দেখেছেন রাজনৈতিক নেতাদের হাতে গদা আর তলোয়ার? গুণ্ডামি আর দাঙ্গা করা রাজনৈতিক নেতাদের কাজ নয়। মানুষের সেবা করা কাজ। মানুষের সেবা না করলে রাজনীতির পতাকা হাতে নেওয়া শোভা পায় না।’

মমতা এদিন সংখ্যালঘু মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আল্লাহ্‌র কাছে দোয়া করার আবেদন জানান। তিনি বলেন, আল্লাহতায়ালা দোয়া করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বলেন, ‘উনি গোটা দেশের সর্বনাশ করে দিয়েছেন। কেবল ‘মন কী বাত’ (মনের কথা) আর নিজের প্রচার করে বেড়িয়েছেন। ওনার একটাই কাজ মানুষকে এজেন্সি দিয়ে ভয় দেখানো আর মানুষের ওপর অত্যাচার করা। আগের বার নির্বাচনের সময় উনি ছিলেন চা-ওয়ালা। সাড়ে ৪ বছর বিদেশে ঘুরে বেডিয়ে এখন উনি ‘চৌকিদার’ হয়েছেন! মমতা বলেন, কেন্দ্রীয় সরকার গত ৫ বছরে নোট বাতিলের নামে সব ব্যবসা, কৃষি, শিল্প বন্ধ করে দিয়েছে, বারো হাজার কৃষক আত্মহত্যা করেছে, দু’কোটি বেকার হয়েছে। ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে একশ’ জন মারা গেছেন। পেট্রোল-ডিজেলসহ সব জিনিসের দাম বেড়েছে।’ তাঁর প্রশ্ন, এই কী ওনার ‘আচ্ছে দিন’ (সুদিন)-এর নিদর্শন?

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ