আজকের শিরোনাম :

থাইল্যান্ডে নতুন রাজার দায়িত্ব গ্রহণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০১৯, ১৭:৩৩

থাইল্যান্ডে তিন দিনব্যাপী অভিষেক অনুষ্ঠানের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন দেশটির নতুন রাজা মহা ভাজিরালংকর্ন। শনিবার (৪ মে) নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন রাজার মাথায় ৭ দশমিক ৩ কেজি ওজনের রাজমুকুট পরিয়ে দেয়া হয়।

প্রথম দিনের অনুষ্ঠানে রীতি অনুযায়ী রাজাকে ঈশ্বরের প্রতীক হিসেবে বরণ করা হয়। অনুষ্ঠান চলাকালে রাজার ছবি ও জাতীয় পতাকা নিয়ে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয় রাজ প্রাসাদের বাইরে। অভিষেক অনুষ্ঠানে রাণী ছাড়াও রাজ পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

এসময় ন্যায়পরায়ণ হয়ে রাজত্ব পরিচালনার প্রতিশ্রুতি দেন নতুন রাজা। ২০১৬ সালের ১৩ অক্টোবর পিতা রাজা আদুল্যাদেজের মৃত্যুর পর অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করে আসছিলেন ভাজিরালংকর্ন। বাবার মৃত্যুশোকে তিনি অভিষেক অনুষ্ঠান পিছিয়ে দিয়েছিলেন।

এবিএন/মমিন/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ