মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯, ১১:৪২

যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টেইন পদত্যাগ করেছেন। সোমবার ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন রোজেনস্টেইন।

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অনেক দিন ধরেই রোজেনস্টেইনের সম্পর্ক ভালো যাচ্ছিল না। আগামী ১১ মে থেকে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চান বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।

পদত্যাগপত্রে রড রোজেনস্টেইন বলেন, আমরা কোনো ভয় বা কাউকে আনুকূল্য প্রদর্শন ছাড়াই আইন বাস্তবায়ন করি। কারণ উপযুক্ত দলিল বা প্রমাণ সামনে আসার পর পক্ষপাতদুষ্ট আচরণ করা যায় না।

ট্রাম্প এর আগে রোজেনস্টেইনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনেন এবং একবার টুইটারে এমন একটি ছবি প্রকাশ করেন যেখানে দেখা যায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে রোজেনস্টেইন কারাভোগ করছেন।

বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছেন। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, রোজেনস্টেইনের স্থলাভিষিক্ত হচ্ছেন উপ পরিবহনমন্ত্রী জেফরি রোজেন।

গত বছরের সেপ্টেম্বরে রোজেনস্টেইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের মারাত্মক অবনতি হয়। সে সময় নিউইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে দাবি করে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার পাঁয়তারা করছেন।

ওই সূত্রের বরাত দিয়ে আরও জানানো হয়, ট্রাম্প যে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের অযোগ্য সেটি প্রমাণ করার জন্য রোজেনস্টেইন গোপনে ট্রাম্পের বক্তব্য রেকর্ড করার পরিকল্পনা করছেন। তিনি এও বলেছেন যে, যুক্তরাষ্ট্রের সংবিধানে এ কাজ করতে নিষেধ করা হয়নি।

অবশ্য এ খবর প্রকাশিত হওয়ার পর রোজেনস্টেইন অভিযোগ অস্বীকার করেন।

রোজেনস্টেইনকে প্রশাসনে নিয়োগ করেছিলেন প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। গত মাসে উইলিয়াম বারকে মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়ার পরেই রোজেনস্টেইন পদত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছিল।

কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপ সংক্রান্ত রবার্ট মুলার প্রতিবেদন নির্বিঘ্নে প্রকাশ করার কাজে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলকে সহযোগিতা করার জন্য রোজেনস্টেইন এক মাস দেরিতে পদত্যাগ করলেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ