আজকের শিরোনাম :

ট্রাম্পের পরিকল্পনার বিপরীতে ইরানের ‘রিটার্ন অব দ্যা সেঞ্চুরি’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯, ০০:২৬

ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত দখলদারিত্ব ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানে প্রথমবারের মতো আন্তর্জাতিক গ্রাফিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ট্রাম্পের ডিল অব দ্যা সেঞ্চুরি পরিকল্পনা বাস্তবায়ন হলে ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমিতে ফেরার অধিকার হারাবেন।

ঐক্যবদ্ধ উম্মাহ বিষয়ক আন্তর্জাতিক ইউনিয়নের মহাসচিব আলী রেজা কোমেইলি আজ (সোমবার) জানান, চলতি সপ্তাহে ইরানের পবিত্র মাশহাদ শহরে প্রথমবারের মতো পোস্টার লিখনের ওপর আন্তর্জাতিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। কোমেইলি বলেন, ডিল অব দ্যা সেঞ্চুরির নামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিপজ্জনক পরিকল্পনা নিয়েছেন তার বিরুদ্ধে শৈল্পিক লড়াইয়ের লক্ষ্য নিয়ে এ ওয়ার্কশপের আয়োজন করা হবে।  

কোমেইলির তথ্য অনুসারে তিনদিনব্যাপী ওয়ার্কশপ চলবে। বেশ কয়েকটি আরব দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার যে উদ্যোগ নিয়েছে ওয়ার্কশপে সে বিষয়টিও গুরুত্ব পাবে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ