প্রথমবারের মতো শীর্ষ বৈঠকে পুতিন-কিম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০১৯, ১৩:৪৭ | আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৩:৫০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মতো শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

আজ বৃহস্পতিবার রাশিয়ার দূর প্রাচ্যের বন্দর শহর ভ্লাদিভস্তকের কাছে রাস্কি দ্বীপে তারা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

দুই নেতা পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে ক্রেমলিন।

রাশিয়ার একেবারে পূর্ব প্রান্তের নগরীতে দুই নেতার মধ্যে বৈঠক শুরুর প্রাক্কালে কিম বলেন, ‘দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে আমি মনে করি। দুদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও ইতিহাস রয়েছে। বৈঠকটি আমাদের সম্পর্ককে আরও স্থিতিশীল ও জোরদার করবে।’

কিম বলেন, ‘কোরীয় উপদ্বীপ নিয়ে আমাদের মধ্যকার আলোচনা অত্যন্ত অর্থবহ হবে।’

বৈঠকের আগে সাংবাদিকদের সামনে পুতিন বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি কীভাবে সমাধান করা যায় এবং বর্তমানে যে ইতিবাচক প্রক্রিয়া চলছে তাতে রাশিয়া কীভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়য়ে ভালোভাবে বোঝাপড়া করতে রাশিয়াতে আজ আপনার সফর আমাদেরকে সমর্থন জোগাবে।’

তিনি বলেন, ‘কোনো প্রশ্ন ছাড়াই দুই কোরীয়দের মধ্যে সংলাপ উন্নয়ন এবং উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিককরনে আপনার প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই।’

চলতি বছরের প্রথমদিকে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠক করেছিলেন কিম। কিন্তু কোনো সমঝোতা ছাড়াই বৈঠকটি ভেস্তে যায়।
খবর এএফপি

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ