আজকের শিরোনাম :

পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে ১৪ বাসযাত্রী নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০১৯, ১২:৩৭ | আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৪:৪৯

পাকিস্তানের গোলযোগপূর্ণ বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৪ বাসযাত্রী নিহত হয়েছে। কয়েকটি বাস থেকে যাত্রীদের নামিয়ে এনে তাদের গুলি করে হত্যা করা হয়। 

স্থানীয় সময় বৃহস্পতিবারের প্রথম প্রহরে রাত সাড়ে ১২ টা থেকে ১টা মধ্যে বেলুচিস্তানের ওরমারা এলাকার মাকরান উপকূলীয় মহাসড়কে ঘটনাটি ঘটেছে।

প্রাদেশিক স্বরাষ্ট্র সচিব হায়দার আলী বলেন, হামলাকারীরা আধা-সামরিক সীমান্তরক্ষী বাহিনীর পোশাক পরিহিত ছিল। বন্দুকধারীরা মাকরান কোস্টাল হাইওয়েতে কয়েকটি বাস থামায় এবং যাত্রীদের নামতে বাধ্য করে ১৪ জনকে গুলি করে হত্যা করে।

স্থানীয় কর্মকর্তারা এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি। তখন পর্যন্ত নিহতদের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি।

২০১৫ সালেও বেলুচিস্তানের মাসটুং এলাকায় একই ধরনের একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই সময় সশস্ত্র ব্যক্তিরা করাচিগামী দুটি বাসের প্রায় ২৪ জন যাত্রীকে অপহরণ করে নিকটবর্তী পার্বত্য এলাকায় নিয়ে অন্তত ১৯ জনকে গুলি করে হত্যা করেছিল। 
সূত্র : দ্য ডন

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ