আজকের শিরোনাম :

সমকামিতার বিরোধিতা করায় ব্রিটেনে স্কুল শিক্ষিকা বহিষ্কার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৯, ২০:০৭

সমকামিতা শিক্ষা দিতে অস্বীকৃতি জানানো এবং এর বিরুদ্ধে প্রচারণা চালানোর কারণে ব্রিটেনের একজন স্কুল শিক্ষিকাকে বহিষ্কার করা হয়েছে। ক্রিস্টি হিগস নামের এ শিক্ষক অনলাইনে সমকামিতার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিলেন।

তিনি বলছেন, ব্রিটেনের প্রাথমিক স্কুলগুলোতে তার ছেলেসহ যেসব শিশুকে সমকামিতা শিক্ষা দেয়া হচ্ছে তা ঠিক নয়।

ব্রিটেনের দৈনিক গার্ডিয়ান পত্রিকা গতকাল এক রিপোর্টে বলেছে, ৪৩ বছর বয়সী স্কুল শিক্ষিকা ক্রিস্টি হিগসকে মাধ্যমিক বিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়েছে কারণ তিনি নিজের ফেইসবুক পেইজে সমকামিতার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিলেন। ব্রিটিশ সরকার দেশের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে যে যৌন শিক্ষা বাধ্যতামূলক করেছে তার বিরুদ্ধে অভিভাবকদের সংগঠিত করার চেষ্টা করছিলেন হিগস।   

দক্ষিণ ইংল্যান্ডের গ্লুচেস্টশায়ারের ফারমার্স স্কুলে শিক্ষকতা করেন হিগস। তার বিরুদ্ধে অজ্ঞাত এক ব্যক্তি রিপোর্ট করলে তাকে স্কুল থেকে বরখাস্ত করা হয়। স্কুলের শৃঙ্খলা কমিটি হিগসকে দোষী সাব্যস্ত করে বলেছে, তার প্রচারণার কারণ স্কুলের সুনাম ক্ষুণ্ন হবে।

ব্রিটেনের বহু অভিভাবক বিশেষ করে মুসলিম অভিভাবকরা সমকামিতা শিক্ষাদানের কথা জেনে স্কুল থেকে নিজেদের শিশুদের প্রত্যাহার করে নিচ্ছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ