আজকের শিরোনাম :

আসামে মুসলিম বৃদ্ধকে জোর করে শূকরের মাংস খাওয়ানোর অভিযোগ (ভিডিও)

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০১৯, ১৭:১৬

ভারতের আসাম রাজ্যে গরুর মাংস বিক্রির অপরাধে ৭০ বছর বয়সী এক মুসলিম বৃদ্ধকে জোর করে শূকরের মাংস খাওয়ানোর অভিযোগ পাওয়া গেছে। রোববার আসামের বিশ্বনাথ জেলায় শওকত আলী নামে ওই বৃদ্ধকে নির্যাতন ও হেনস্তা করা হয়। খবর এনডিভির।

অমানবিক এ ঘটনার একটি ভিডিও অনলাইলে ভাইরাল হলে রাজ্যটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, বৃদ্ধ শওকত আলী কাদার মধ্যে হাঁটু গেড়ে বসে আছে। কয়েকজন লোক শওকতকে ঘিরে ধরেছে। তাকে তারা কয়েকটি প্রশ্নও জিজ্ঞাসা করছে।
জানতে চাইছে, শওকত কি বাংলাদেশ থেকে এসেছেন? তার গরুর মাংস বিক্রির লাইসেন্স আছে কি না এবং সে বাংলাদেশ থেকে সেখানে গিয়েছে কি না।

এ সময় শওকত কাদার মধ্যে হাঁটু গেড়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি-মিনতি জানান।

এ ঘটনায় পৃথক দুটি এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিশ্বনাথ জেলা পুলিশ। এর মধ্যে একটি শওকত আলীর ভাইয়েরা মামলা দায়ের করেছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনায় জড়িত সন্দেহে অন্তত পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভিডিওতে যাদের দেখা গেছে তাদের খোঁজ নেয়া হচ্ছে।

উগ্রপন্থীদের আক্রমণে আহত শওকত আলীকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আসামের শাসক দল বিজেপি সোমবার লোকসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ করেছে। সেখানে এনআরসি তালিকা তৈরির ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ