আজকের শিরোনাম :

মিয়ানমার সীমান্তে বাংলাদেশিদের ওপর গুলিবর্ষণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০১৯, ০০:৪০

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তে দুই বাংলাদেশির ওপর গুলি করেছে বিজিপি। এতে এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, বুধবার সকাল ৮টার দিকে উপজেলার হ্নীলা মৌলভীবাজার পয়েন্ট দিয়ে স্থানীয় পূর্বপাড়ার নুর আলমের ছেলে মো. শফিক আলম প্রকাশ মিন্টু (২২) ও তার ভাই ফরিদ আলম নাফ নদীর পূর্ব পার্শ্বের মিয়ানমার সীমান্তের দ্বীপে নৌকায় মাছ শিকার করছিলেন।

এ সময় মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। একটি বুলেট মিন্টুর ডানহাতের উপরাংশ দিয়ে শরীরে বিদ্ধ হয়। এ সময় প্রাণ রক্ষার্থে দ্রুত পালিয়ে অপর ভাই ফরিদ আলমের সহায়তায় নৌকায় ফিরে আসেন মিন্টু।

গুলিবিদ্ধ মিন্টুকে দ্রুত চিকিৎসার জন্য কুতুপালং ক্যাম্প হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে শঙ্কামুক্ত করে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজারে স্থানান্তর করা হয়।

স্থানীয় ইউপি সদস্য ফরিদুল আলম নাফ নদীতে জেলে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন থাকার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হ্নীলা ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মো. ইউসুফ ঘটনাটি শুনেছেন বলে জানান।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ