আজকের শিরোনাম :

‘পাকিস্তান ডে’ প্যারেডে অংশ নিলেন মাহাথির; সর্বোচ্চ পদকে ভূষিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ০৯:২৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মুহাম্মাদ পাকিস্তান ডে প্যারেডে অংশ নিয়েছেন এবং তিনদিনের সফর শেষে তিনি আজই মালয়েশিয়া ফিরে গেছেন। পাকিস্তানের গণমাধ্যম মাহাথিরের এ সফরকে সফল বলে মন্তব্য করেছে।

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণে বৃহস্পতিবার পাকিস্তান সফরে যান মাহাথির এবং পাকিস্তান ডে প্যারেডে তিনি প্রধান অতিথি ছিলেন। সফরে তার সঙ্গে মালয়েশিয়ার একটি উঁচু পর্যায়ের প্রতিনিধিদল ছিল। বৃহস্পতিবার তিনি ইসলামাবাদ পৌঁছালে সেখানকার নূর খান বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রী ইমরান খান ও মন্ত্রিপরিষদের সদস্যরা তাকে স্বাগত জানান। সে সময় তার সম্মানে ২১ বার তোপধ্বনি দেয়া হয়।

এ সফরে পাকিস্তানের সঙ্গে মালয়েশিয়ার বেশ কয়েকটি চুক্তি সমঝোতা হয়েছে। এছাড়া, পাকিস্তানে তৈরি জেএফ-১৭ থাণ্ডার যুদ্ধবিমানের খুঁটিনাটি মাহাথির মুহাম্মাদকে দেখানো হয়। আগেই মালয়েশিয়া পাকিস্তানের কাছ থেকে এ বিমান কেনার বিষয়ে চুক্তি করেছে।

এদিকে, গতকাল পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি মাহাথির মুহাম্মাদকে বেসামরিক সর্বোচ্চ পদক ‘নিশান-ই-পাকিস্তান’এ ভূষিত করেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ