আজকের শিরোনাম :

পাকিস্তানে মুফতি তাকি উসমানীর গাড়িবহরে হামলা, নিহত ২

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০১৯, ১৯:৩৪

পাকিস্তানে মুফতি তাকি উসমানীর গাড়িবহরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন দুইজন। আহত হয়েছেন আরো অনেকে।

শুক্রবার দুপুরে করাচিতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় তাকি উসমানী ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম দ্যা এক্সেপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, তাকি উসমানিকে বহনকারী গাড়িসহ অপর একটি গাড়িতে হামলা চালানো হয়। এই হামলার প্রধান টার্গেট ছিলেন তাকি উসমানি। তবে তিনি আহত হলেও প্রাণে বেঁচে গেছেন।

দারুল উলুম করাচির মাওলানা আমির শেহাব বলেন, গুরুতর আহত তাকি উসমানীকে জিন্নাহ পোস্টগ্রাজুয়েট মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।

করাচির এডিশনাল আইজি আমির শেখ বলেছেন, এটি জঙ্গিবাদী কোনো হামলা নয়। পাকিস্তান ও করাচিকে অশান্ত করার ষড়যন্ত্র।

আল্লামা তাকি উসমানী বিশ্বখ্যাত মুসলিম স্কলার হিসেবে পরিচিত। আরব বিশ্বসহ পুরো মুসলিম সমাজে জনপ্রিয় তিনি।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ