আজকের শিরোনাম :

ভেনিজুয়েলায় সংকট নিরসনে সহযোগিতা করবে ইরান ও রাশিয়া

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ২০:২৪

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা আজ (মঙ্গলবার) ভেনিজুয়েলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন। তারা ভেনিজুয়েলায় শান্তি ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে ফোন করার পর বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী ভেনিজুয়েলায় চলমান অস্থিরতা নিরসনে আন্তর্জাতিক প্রচেষ্টায় সমর্থন ও সহযোগিতা দেওয়ার কথাও জানান।

ইরান ও রাশিয়া দেশটির অর্থনৈতিক ও সামাজিক সমস্যা সমাধানেও ভূমিকা রাখার ওপর গুরুত্ব আরোপ করেছে। এ সময় জারিফ ও ল্যাভরভের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়েও মতবিনিময় হয়েছে।

ভেনিজুয়েলায় মার্কিন উসকানিতে অস্থিরতা চলছে। মার্কিন সমর্থিত বিরোধী নেতা নিজেকে দেশটির অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে দাবি করার পর সমস্যা আরও জটিল হয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ