আজকের শিরোনাম :

‘বদলে যাচ্ছে নিউজিল্যান্ডের অস্ত্র আইন’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ০০:৩৮

নিউজিল্যান্ডের অস্ত্র আইনে সংশোধন আনা হচ্ছে। গত শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এ আইন সংস্কারের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

আজ (সোমবার) মন্ত্রিপরিষদ নীতিগতভাবে এতে সম্মতি দিয়েছে। শুক্রবারের ওই হামলার পর ১০ দিনের মধ্যে আইন সংস্কার করার অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। মন্ত্রিপরিষদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে জেসিন্ডা আরডার্ন বলেছেন, আগামী ২৫ মে’র মধ্যে এ সংশোধনীর বিস্তারিত আসবে। নতুন আইনের ফলে নিউজিল্যান্ড আরো বেশি নিরাপদ হয়ে উঠবে।

নিউজিল্যান্ডের বিদ্যমান অস্ত্র আইনে যে কেউ অস্ত্র কিনতে পারেন। তার জন্য লাইসেন্স প্রয়োজন হয়। বয়স ১৬ বছর হলেই এ লাইসেন্স দেয়া হয়। একবার লাইসেন্স হাতে পেলে একজন ব্যক্তি একাধিক অস্ত্র কিনতে পারে। এ নিয়ে দেশটির গণমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।

শুক্রবার ব্রেন্টন টেরেন্ট নামে যে সন্ত্রাসী গুলি চালিয়ে অন্তত ৫০ জন মুসল্লিকে হত্যা করেছে তার কাছে মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র ছিল। এসব অস্ত্রের কোনো কোনোটি সে অনলাইনে কিনেছিল।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ