আজকের শিরোনাম :

চলতি বছরেই রুশ নৌবাহিনীতে যুক্ত হচ্ছে কৌশলগত সাবমেরিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ০০:৫৩

রাশিয়া জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে দেশটির নৌবাহিনীতে দুটি অত্যাধুনিক কৌশলগত সাবমেরিন যুক্ত হবে।

গতকাল (মঙ্গলবার) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে- নাইয়াজ ভ্লাদিমির ও কাযান নামে দুটি সাবমেরিন বরফাচ্ছন্ন পানিতে ভাসছে। তবে সাবমেরিন দুটির অবস্থান জানানো হয় নি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এ দুটি সাবমেরিন নৌবহরে যুক্ত হলে দেশের সামরিক শক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা অনেক বেড়ে যাবে। পাশাপাশি আন্তর্জাতিক সমুদ্র সীমায় রাশিয়ার অবস্থানও জোরদার হবে। মন্ত্রণালয়ের তথ্য মতে- নাইয়াজ ভ্লাদিমির সাবমেরিনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বসানো হবে। কাযান সাবমেরিন ৫২০ মিটার পর্যন্ত পানির নিচ দিয়ে ঘণ্টায় ৩২ নটিক্যাল মাইল বেগে চলতে পারবে।  

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, চলতি বছরের শেষে সাতটি যুদ্ধজাহাজ তৈরি করবে মস্কো। এর মধ্যে তিনটি পরমাণু শক্তি চালিত ও একটি ডিজেল চালিত সাবমেনির থাকবে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ