আজকের শিরোনাম :

আরেকটি স্ট্রাইকের কথা ভাবছে মোদি সরকার : মমতা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ০০:৩২

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেছেন যে, নরেন্দ্র মোদির সরকার আরেকটি এয়ার স্ট্রাইক (বিমান হামলা) করার পরিকল্পনা করছে। সোমবার সাংবাদিকদের বরাত দিয়ে এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এত দীর্ঘদিন ধরে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া চলার যে সূচি এসেছে, সেটাই বুঝিয়ে দিচ্ছে এই কথা (হামলার কথা)।

‘আমি জীবনে এত দীর্ঘদিনের নির্বাচনী সূচি দেখিনি’, বলেন তিনি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘…কয়েকজন সাংবাদিক আমাকে জানিয়েছেন যে, ওরা আরেকটি এমন স্ট্রাইকের পরিকল্পনা করছে…এই…এই…এপ্রিল মাসে। কী স্ট্রাইক তা আমি বলব না। যে কারণে এটা (লোকসভা নির্বাচন) এতদিন ধরে চলবে। সেই ১৯ মে পর্যন্ত’।

পশ্চিমবঙ্গ রাজ্যের সাত দফা নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে মমতা বলেন, এটা বিজেপি সরকারের একটা রাজনৈতিক চাল। পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশে সাত দফা নির্বাচন হবে। এর কারণ হলো, নতুন সরকার গঠনে সব থেকে বড় ভূমিকা নেবে এই তিনটি রাজ্যই।

তবে আমরা খুশি। আর এতে কোনো সমস্যা নেই। এটা নির্বাচন কমিশনের বানানো সূচি এবং আমাদের সাংবিধানিক পদগুলির প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে।

তিনি বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রেই জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ